চট্টগ্রামের আকবরশাহে অস্ত্রসহ মো. মামুন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)। গ্রেপ্তার মামুন সন্দ্বীপের মুছাপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
রবিবার (৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় বিশ্বকলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বিশ্বকলোনি এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে পাওয়া যায় এক বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড গুলি। গ্রেপ্তার যুবককে আকবরশাহ থানায় হস্তান্ত করা হয়েছে।