সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

Date:

Share post:

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তার দাবি, তিশা তার অতীত বিয়ে এবং ত্রসন্তানের খবর গোপন করেছেন, যা সম্প্রতি জায়েদ খানের কশোতে দেওয়া তার বক্তব্যের সম্র্ণ বিপরীত। এই ঘটনা নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের, যেখানে একদিকে রয়েছে তিশার অস্বীকার, অন্যদিকে নির্ঝরের জোরালো প্রমাণ উপস্থাপনের দাবি।

ঘটনার পাত ২০২৩ সালের ২১ নভেম্বর, যখন জাওয়াদ নির্ঝর ‘করান ইন মিডিয়া’র ইউটিউব চ্যানেলে ‘বিয়ে ডিভোর্স পুত্রসন্তানের কথা গোপন রেখেই তানজিন তিশা একাধিক সম্পর্কে!’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদনে নির্ঝর তানজিন তিশার বিরুদ্ধে বিয়ে, ডিভোর্স, পুত্রসন্তান গোপন রেখে একাধিক সম্পর্কে জড়ানো, বোতল পার্টি, প্লেজার ট্রিপ এবং মাতলামির মতো গুরুতর অভিযোগ আনেন।

এরপর বিষয়টি কিছুটা ধামাচাপা পড়ে গেলেও, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনেতা জায়েদ খানের নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ হাজির হন তানজিন তিশা। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা । অষ্ঠানের একপর্যায়ে জায়েদ খান তিশার কাছে জানতে চান, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ উত্তরে তিশা অকপটে বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’ তিনি আরও যোগ করেন, ‘মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

অনুষ্ঠানে তিশাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হেসে উড়িয়ে দেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে, আমার নাকি দুটো বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রাখছি।’ তানজিন তিশা হাসতে হাসতে বলেন, ‘এসব গুজব শুনে আমি, আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।’

তানজিন তিশার এই বক্তব্যের পরপরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন জাওয়াদ নির্ঝর। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে তানজিন তিশার সন্তানসহ পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো ।’ নির্ঝর তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করে। সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের সাথেই ছবিগুলো। তিশার সেই পুত্র সন্তানটি এখন ায় তার দাদির সাথে থাকে। তিশা টকশোতে মিথ্যা কথা বলেছে। বছরখানিক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

জাওয়াদ নির্ঝরের এই বিস্ফোরক পোস্টের পর বিনোদন মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তানজিন তিশা কি নির্ঝরের এই দাবি এবং ছবিগুলোর বিপরীতে কোনো জবাব দেবেন? নাকি নীরবতা পালন করে বিতর্কের আগুন আরও বাড়িয়ে তুলবেন? এই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তকূল এবং সমালোচকরা। এই ঘটনার জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে 'গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত' কিছু নিষেধাজ্ঞা...

তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম রাব্বি নামে এক...

২৩ মিনিটে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ছয় গোল

এশিয়া কাপের জায়গা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে...

ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: রিপোর্ট

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) কমপক্ষে ৩১ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত...