ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম রাব্বি নামে এক কাতার প্রবাসী যুবককের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
অভিযুক্ত গোলাম রাব্বি তীর উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক নির্যাতন চালাতো। আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে আমার সাবেক স্বামী বরিশাল বেলতলা ভাড়া বাসায় রেখে প্রবাসে চলে যায়।
ভুক্তভোগী বলেন, প্রবাসে থাকাকালীন বিভিন্ন কথা প্রসঙ্গে আমাকে মৌখিক তালাক দেয় এবং চলে যাওয়ার কথা বলে। গত ১৬ ফেব্রুয়ারি আমি কাজির মাধ্যমে তালাক দেই। সে বিদেশ থেকে আসার পরদিন গত ১৯ মার্চ ঢাকায় আমার বড় বোনের বাসায় চলে যাই। সেখান থেকে আমাকে নিয়ে ২৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা ভাড়া বাসায় নিয়ে আমাকে তালাবদ্ধ করে ধর্ষণ করে। পরে আমি তার বাসা থেকে পালিয়ে আসি।
তিনি আরও বলেন, পরে আমার দপদপিয়া কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পরে আমার বিরুদ্ধে আদালতে স্বর্ণ ও নগদ টাকা নেওয়ার মিথ্যা মামলা দেয় রাব্বি এবং মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার কারণে ১৩ দিন কারাগারে থাকার পরে আমার জামিন হয়। আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেন। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হকও উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।