ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে ‘গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত’ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করবেন। সূত্রের বরাতে ইউরাঅ্যাক্টিভ নিউজ এ খবর জানিয়েছে।
ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির সম্পূর্ণ বা আংশিক স্থগিতাদেশ এবং কর্মকর্তা, সেনা সদস্য ও নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি পরিস্থিতি বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।
এছাড়া সূত্রগুলো জানিয়েছে, ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ করতে পারে, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত করতে পারে।
ইউরাঅ্যাক্টিভ উল্লেখ করেছে, ইইউ’র সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা কেবলমাত্র জাতীয় সরকারগুলোর সর্বসম্মত সমর্থনের মাধ্যমেই সম্ভব।
সংবাদমাধ্যমটির সূত্র বলছে, সম্ভবত ইইউ নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেমনটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ে ইতোমধ্যেই করেছে।
১৫ জুলাই ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একই দিনে ইসরায়েল গাজা উপত্যকার তথাকথিত ‘মানবিক পরিস্থিতির উন্নতির’ ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে।