বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত

Date:

Share post:

ডেস্ক নিউজ
সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে দ থেকে বরখাস্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

শনি (৫ জুলাই) ঢাকার অস্থায়ী কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,নিজাম উদ্দিনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি দায়িত্বশীল পদে থাকা কোনো সদস্যের জন্য গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে আগামী তিন কর্মের মধ্যে লিখিত ব্যাখ্যা ওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক না পেলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম।

সম্ি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশের একটি কার্যালয়ের ওসির রুমে বসে আছেন এবং একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথনে লিপ্ত হচ্ছেন। ভিডিওতে কথোপকথনের ভঙ্গি, বক্তব্য এবং ব্যক্তিগত প্রভাব খাটানোর ইঙ্গিত স্পষ্টভাবে উঠে েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সংগঠনের ভেতরে এবং বাইরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সংগঠন সংশ্লিষ্ট একাধিক সূত্র জােছে, ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরেই মূলত কেন্দ্রীয় কমিটির ভেতরে উদ্বেগ তৈরি হয় এবং তা থেকেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তি গড়ে ওঠে। যদিও নিজাম উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টিকে ‘প্রায় পুরনো’ ও ‘চক্রান্তমূলকভাবে পরিবেশিত’ করেছেন। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংগঠনের কয়েকজন কেন্দ্রীয় নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ...

ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ: রিপোর্ট

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে 'গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত' কিছু নিষেধাজ্ঞা...