নিলা চাকমা:
১ এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রতিযোগিতায় ‘শ্যুটিং’- এ স্বর্ণপদক জিতলো রাঙ্গামাটির মেয়ে তুরিং দেওয়ান।
তুরিং দেওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। স্বর্ণপদক পাশাপাশি ২৫ মিটার এয়ার পিস্তল ক্যাটাগরিতে রোপ্য জয় করেছেন।
উল্লেখ্য, এবারের গেমসে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ এ্যাথলেট এ গেমসে অংশগ্রহণ করছেন। ৩৭৮ ইভেন্টে মোট পদকসংখ্যা ১২৭১। দেশের ৭ বিভাগীয় শহরসহ ২৯ ভেন্যুতে এ গেমসের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।