আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির পর নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন “আমেরিকা পার্টি”।
শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান,তার নতুন দলের নাম “আমেরিকা পার্টি”, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত দুইদলীয় রাজনৈতিক কাঠামো রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে।
তবে মাস্কের এই দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি। এছারাও এই দলের দায়িত্ব কে নেবেন সে বিষয়টিও এখন পর্যন্ত পরিস্কার নয়।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ইলন মাস্ক প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে অযোগ্য। কারণ, তিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি-না, এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।
ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো।