বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ ঢাকায় এক জনসভায় বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
আজ ঢাকায় সোহরাওয়ার্দি উদ্যানে এক জনসভায় দেয়া বক্তৃতায় তিনি ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার‘ গঠন করে তার অধীনে নির্বাচনের কথা বলেন।
“নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুণ্ঠু নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে কারণ শেখ হাসিনার অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, হবে না”- বলেন খালেদা জিয়া।জনসভায় পোস্টার ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক লোক যোগ দেন
তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব তাদেরই।
খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদের বিচারিক ক্ষমতা বা ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ারও’ দিতে হবে।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের ব্যবহারের বিরুদ্ধেও বলেন খালেদা জিয়া। ‘ইভিএম বন্ধ করতে হবে, ইভিএম আমরা চাই না” – বলেন তিনি।
প্রায় দু ব’ছর পর ঢাকায় কোন জনসমাবেশে ভাষণ দিলেন খালেদা জিয়া।
বিএনপি নেতারা অভিযোগ করেন যে সভায় যাতে লোক আসতে না পারে তাই সরকার পরিকল্পিতভাবে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।