সরকার আটকে দিয়েছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ: বিএনপি

Date:

Share post:

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতারা অভিযোগ ছেন, রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পে তাদের একি প্রতিনিধি দলকে মাঝপথে টকে দেয়া হয়েছে।

বিএনপির নেতা নলাম খান বিবিসিকে জানান, কক্সবাজার থেকে ২২টি ট্রাকভর্তি ত্রাণসামগ্রী নিয়ে রওনা হওয়ার আগেই জেলা প্রশাসন থেকে জানানো হয় যে তাদের সেগুলো বিতরণ করতে দেয়া হবে না।

তিনি বলেন, “তারা আমাদের বলে যে আপনার যেতে পারবেন না। আপনারা যা কিছু নিয়ে যাচ্ছে সেগুলো আমাদের হাত তুলে দিন। জেলা প্রশাসনই সেগুলো বিতরণ করবে।”

মি. খান জানান, চাল, ডাল, তেল, পানিসহ যে সাড়ে ছয় হাজার ত্রাণের প্যাকেট তারা বহন করছিলেন তার প্রতিটির ওজন ছিল ১৪ কেজি।

তারা বৃহস্পতিবার এগুলো আবার বিতরণের চেষ্টা করবেন বলে তিনি জানান।

ক্ষমতাসীন মী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো গত কয়েক সপ্তাহ ধরেই রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

আওয়ামী লীগ নেত্রী ও ন্ত্রী শেখ হাসিনাও মঙ্গলবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

পরে কক্সবাজারে এক সংবাদ ে বিএনপি প্রতিনিধিদলের নেতা মির্জা আব্বাস প্রশাসনের এই বাধাদানের ঘটনাকে বৈষম্যমূলক বলে বর্ণনা করেন।

কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, হাজার হাজার শরণার্থীর মাঝে কোন দল, সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণের করলে বিশৃংখলার সৃষ্টি হতে পারে। ফলে নিরাপত্তার স্বার্থে অন্যদের ত্রাণ জমা নিয়ে স্থানীয় প্রশাসনই তা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

কর্মকর্তারা আরও বলেছেন, প্রশাসন বিএনপির নেতাদের তাদের সেই সিদ্ধান্ত জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

মাওলানা রইসের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে

স্থানীয় প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব...

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় সোমবার (৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন...

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ...

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম...