নথিবিহীন অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বে কারাগারে পাঠাতে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ

Date:

Share post:

আন্তর্জাতিক সময় ডেস্ক 

যুক্তরাষ্ট্রের ্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, নথিবিহীন অভিবাসীদের কিউবার গুয়ান্তানা বে কারাগারে পাঠাতে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিতে তিনি এক ী পদক্ষেপে স্বাক্ষর করবেন।

ঐ কারাগারে ৯/১১ হামলায় ও তালিবান সদস্যসহ বিশেষ করে সামরিক ও সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখা হয়।

ট্রাম্প বলেছেন, তার আদেশ প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি প্রস্তুত করতে নির্দেশ দেবে যাতে ৩০ হাজার অভিবাসীকে আটকিরাখা যায়।

ট্রাম্প আরও যোগ করেছেন, “এদের কেউ কেউ এতই খারাপ যে, আমরা বিশ্বাসও করি না দেশগুলি তাদের রাখবে কারণ তারা ফিরে আক তা আমরা চাই না। তাই, আমরা তাদের গুয়ান্তানামোতে পাঠাতে েছি। এতে আমাদের ধারণক্ষমতা অবিলম্বে দুগুণ বাড়াতে হবে। এবং এটা কঠিন জায়গা; এখান থেকে বেরিয়ে আসা শক্ত।”

হোয়াইট হাউসে একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প ঘোষণা করেছেন; ওই অনুষ্ঠানে তিনি লেকেন রাইলি অ্যাক্টকে আইনে পরিণত করতে স্বাক্ষর করেন। তার দ্বিতীয় মেয়াদে এটাই প্রথম আইন যাতে তিনি স্বাক্ষর করলেন।

প্রশাসন কীভাবে এটা করবে তা অস্পষ্ট। সংবাদদাতাদের প্রশ্নের মুখে হোমল্যান্ড নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এটা এমন একটা বিষয় যা নিয়ে হোয়াইট হাউস “কাজ করছিল; গুয়ান্তানামো বে-তে আমাদের বর্তমানে যে সম্পদ রয়েছে সেটা কীভাবে ব্যবহার করা যায় তা নিয়েও।”

তিনি বলেন, “আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব।” পাশাপাশি তিনি যোগ করেন, এই কাজে তহবিল বরাদ্দ করতে প্রশাসন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করছে। এর আনুমানিক ব্যয় নিয়ে তিনি কিছু জানাননি।

হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ভিওএ-কে বলেছেন, গুয়ান্তামোতে অবৈধ অভিবাসীদের রাখার বিষয়ে এক প্রেসিডেন্সিয়াল স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্সিয়াল স্মারকলিপি নির্বাহী আর তুলনায় কম আনুষ্ঠানিক। উদাহরণস্বরূপ বলা যায়, প্রকাশের জন্য এগুলিকে ফেডারেল নিবন্ধন বিভাগে জমা দিতে হয় না।

বুধবার বিকালে হোয়াইট হাউস নির্বাহী স্মারকলিপি প্রকাশ করেছে।

ট্রাম্পের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হম্যান বুধবার বলেছেন, অবৈধ অভিবাসীদের সমুদ্রেই আটক করতে যুক্তরাষ্ট্রের রক্ষা কর্মকর্তাদের ইতোমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে; তারা “এদের সরাসরি গুয়ান্তানামো বে-তে নিয়ে যেতে পারেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের পর আগুন

ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরেরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। একইসঙ্গে এখনও বিক্ষুব্ধ ছাত্র-জনতা...

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

সময় নিউজ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আলহাজ্ব ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন মো. হেলাল...

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার নেভী কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল...

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় হামলার শিকার

সময় ডেস্ক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় হামলার শিকার...