আন্তর্জাতিক সময় ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, নথিবিহীন অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বে কারাগারে পাঠাতে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিতে তিনি এক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করবেন।
ঐ কারাগারে ৯/১১ হামলায় জড়িত ও তালিবান সদস্যসহ বিশেষ করে সামরিক বন্দি ও সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখা হয়।
ট্রাম্প বলেছেন, তার আদেশ প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি প্রস্তুত করতে নির্দেশ দেবে যাতে ৩০ হাজার অভিবাসীকে আটকিরাখা যায়।
ট্রাম্প আরও যোগ করেছেন, “এদের কেউ কেউ এতই খারাপ যে, আমরা বিশ্বাসও করি না দেশগুলি তাদের রাখবে কারণ তারা ফিরে আসুক তা আমরা চাই না। তাই, আমরা তাদের গুয়ান্তানামোতে পাঠাতে চলেছি। এতে আমাদের ধারণক্ষমতা অবিলম্বে দুগুণ বাড়াতে হবে। এবং এটা কঠিন জায়গা; এখান থেকে বেরিয়ে আসা শক্ত।”
হোয়াইট হাউসে একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প এই ঘোষণা করেছেন; ওই অনুষ্ঠানে তিনি লেকেন রাইলি অ্যাক্টকে আইনে পরিণত করতে স্বাক্ষর করেন। তার দ্বিতীয় মেয়াদে এটাই প্রথম আইন যাতে তিনি স্বাক্ষর করলেন।
প্রশাসন কীভাবে এটা করবে তা অস্পষ্ট। সংবাদদাতাদের প্রশ্নের মুখে হোমল্যান্ড নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেন, এটা এমন একটা বিষয় যা নিয়ে হোয়াইট হাউস “কাজ করছিল; গুয়ান্তানামো বে-তে আমাদের বর্তমানে যে সম্পদ রয়েছে সেটা কীভাবে ব্যবহার করা যায় তা নিয়েও।”
তিনি বলেন, “আমরা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব।” পাশাপাশি তিনি যোগ করেন, এই কাজে তহবিল বরাদ্দ করতে প্রশাসন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করছে। এর আনুমানিক ব্যয় নিয়ে তিনি কিছু জানাননি।
হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ভিওএ-কে বলেছেন, গুয়ান্তামোতে অবৈধ অভিবাসীদের রাখার বিষয়ে এক প্রেসিডেন্সিয়াল স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্সিয়াল স্মারকলিপি নির্বাহী আদেশের তুলনায় কম আনুষ্ঠানিক। উদাহরণস্বরূপ বলা যায়, প্রকাশের জন্য এগুলিকে ফেডারেল নিবন্ধন বিভাগে জমা দিতে হয় না।
বুধবার বিকালে হোয়াইট হাউস নির্বাহী স্মারকলিপি প্রকাশ করেছে।
ট্রাম্পের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হম্যান বুধবার বলেছেন, অবৈধ অভিবাসীদের সমুদ্রেই আটক করতে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষা কর্মকর্তাদের ইতোমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে; তারা “এদের সরাসরি গুয়ান্তানামো বে-তে নিয়ে যেতে পারেন।”