হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি প্রাইভেসি ফিচার আসছে, এটির মাধ্যমে নম্বর লুকিয়ে রেখে চ্যাট করার সুযোগ থাকবে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নম্বর গোপন রাখার পাশাপাশি নিরাপদে চ্যাট করতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুজনেই একে অপরের নম্বর দেখতে পারেন, তবে শিগগিরই একটি নতুন গোপনীয়তা ফিচার চালু হবে, যা ব্যবহারকারীদের নম্বর দেখা থেকে বিরত রাখবে। এই ফিচারটি অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে এবং এটি ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সের মতো সামাজিক মাধ্যমের ব্যবহারকারীর নাম বৈশিষ্ট্য অনুসরণ করবে।
নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা মোবাইল নম্বরের পরিবর্তে অন্যদের নাম দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাবে। এর ফলে, ব্যবহারকারীদের মধ্যে সাইবার জালিয়াতি ও হয়রানি কমানোর চেষ্টা করা হচ্ছে।
আগে, গ্রুপ চ্যাটে থাকা সদস্যরা সহজেই একে অপরের নম্বর দেখতে পেতেন, তবে নতুন আপডেটের পর তারা শুধুমাত্র অন্যদের নাম দেখতে পাবেন, যা নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইউপিআই (UPI) পরিষেবা ব্যবহার করার সময়ও তাদের মোবাইল নম্বর গোপন রাখবে, ফলে অপরিচিত কেউ সহজে তাদের নম্বর সংগ্রহ করতে পারবে না। সাইবার আক্রমণ ও ফোনে হয়রানি হওয়ার আশঙ্কা কমানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
এটি খুব শিগগিরই বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।