আন্তর্জাতিক সময় ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন ইতিহাসের ২৮৪ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। এর আগে পরিবারের উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স।
বাংলাদেশ সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টায় (মার্কিন সময় দুপুর ১২টা) ওয়াশিংটনের ইউএস ক্যাপিটল হিলের ইনডোরে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সি এই রিপাবলিকান নেতা।
প্রেসিডেন্টের শপথ মার্কিন সংবিধানে নির্ধারিত থাকলেও ভাইস প্রেসিডেন্টের জন্য কোনো নির্দিষ্ট শপথবাক্য নেই। এটি কংগ্রেস দ্বারা প্রণীত এবং মার্কিন আইনে অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা এই একই শপথবাক্য পাঠ করে থাকেন।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানা।
এর আগে একই গাড়িতে চড়ে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। দুই প্রেসিডেন্টের আলাদা যাওয়ার কথা থাকলেও তারা একসঙ্গে একই গাড়িতে ক্যাপিটল হিলে যান।
তার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। তখন সেখানে তাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প গাড়ি থেকে নামার সময় বাইডেন বলেন, ‘ওয়েলকাম হোম!’ (বাড়িতে স্বাগতম)। এ সময় সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন।
সাধারণত ক্যাপিটলের সামনে এই অনুষ্ঠান হয়ে থাকলেও এবার তীব্র শীতের কারণে ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে ট্রাম্পের শপথ গ্রহণ।
২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পর আজ থেকে শুরু ট্রাম্পের দ্বিতীয় অধ্যায়। এই মেয়াদে যুক্তরাষ্ট্র নতুন এক ‘সোনালি যুগে’ প্রবেশ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই ৭৮ বছর বয়সী রিপাবলিকান।