স্থানীয় প্রতিনিধি
মিয়ানমার থেকে আমদানিকৃত সরকারি চালের খালাস কার্যক্রম পরিদর্শনে আগামীকাল চট্টগ্রাম আসছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে বন্দরের ৬ নম্বর জেটিতে তিনি চাল খালাসের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
সূত্র জানিয়েছে, জি টু জি চুক্তির আওতায় মিয়ানমার থেকে এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ২২ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজটি গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন ৯ নম্বর জেটিতে বার্থিং দিয়ে চাল খালাস শুরু হয়। পরে জাহাজটি গতকাল ৬ নম্বর জেটিতে স্থানান্তর করা হয়।
সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও মোহাম্মদ আলী আকবর জানিয়েছেন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামীকাল ৬ নম্বর জেটিতে উপস্থিত থেকে খালাস কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।