৩১ অক্টোবর, বৃহস্পতিবার দামপাড়াস্থ সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. হাসিব আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন,আমরা বিশ্বাস করি এই মোটরবাইক পেট্রোলিং আমাদের পুলিশিংয়ের কাজে জনসম্পৃক্ততা বাড়োবে। সিএমপি’র প্রতিটি থানায় নির্দিষ্ট সংখ্যক মোটরবাইক পেট্রোলিং টিম মোতায়েন থাকবে৷
এই টিমের নানা মুখি কাজ থাকবে জানিয়ে সিএমপি কমিশনার আরও বলেন, প্রথম কাজ হচ্ছে আইন শৃংখলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও দমনে থানা পুলিশকে বিশেষ সহায়তা প্রদান করা। এছাড়া মেট্রোপলিটন অর্ডিন্যান্স অধীনে বর্ণিতে অপরাধগুলো প্রতিরোধ ও দমনে ভূমিকা রাখবে৷
সিএমপি কমিশনার জানান, সম্প্রতি পুলিশের আইজি চট্টগ্রাম সফরে এলে তাঁর কাছে সিএমপি’র পক্ষ থেকে এই মোটরবাইক পেট্রোলিং চালুর বিষয়ে প্রস্তাব করার হলে তিনি দ্রুত এই বাইকগুলো ক্রয়ের জন্য বাজেট বরাদ্ধ করেন৷
এই মোটরবাইক পেট্রোলিং টিম নগরীর অলিগলিতে দ্রুত পৌছাতে সক্ষম হবে উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ৯৯৯ এর কল গুলো পাওয়ার পর দ্রুত রেসপন্স করার ক্ষেত্রে এই টিম ভূমিকা রাখবে বলে আশা করেন সিএমপি কমিশনার।
এই ঈগল টিমের সার্বিক দ্বায়িত্বে থাকবে এডিসি অপস,ডিসি ক্রাইম অ্যান্ড অপস এবং নেতৃত্বে থাকছেন এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপস৷