আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট ৬ বার পরিবর্তন হয়েছিল

Date:

Share post:

গণঅভ্যু্থান পূর্ববর্তী সময়ে রংপুর মেডিল কলেজের দায়িত্বে থাকা ভাইস প্রিন্সিপাল ডা. মাহফুজার রহমান নানাভাবে শহীদ আবু সাঈদ এর পোস্টমর্ম রিপোর্ট পরিবর্তন করতে অপচেষ্টা চালিয়েছে। শহীদ আবু সাঈদের বুক গুলিতে ঝাঁঝরা ছিল এই রিপোর্ট পরিবর্তনের জন্য আমাকে ঢাকা থেকে হুমকি এবং ভয় দেখানো হয়েছিল। এমনকি সেই পোস্টমর্টেমের রিপোর্টের দায়িত্বে থাকায় আমার ওপর নানাভাবে মানসিক টর্চারও করা হয়েছে। ফলে শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট ৬ বার পরিবর্তন হয়েছিল। তবুও তাদের মনের মত হয় নাই তদন্ত রিপোর্ট। আন্দোলনে ে নিহতের পরিবর্তে আঘাতের চিহ্ন নিয়ে মৃত্যুবরণের রিপোর্ট দিতে নানা প্ররোচনায় পরোক্ষভাবে জড়িত ছিলো এই ডা. মাহফুজ।’

রমেক অধ্যক্ষ ডা. মাহফুজকে ত্যাগের দাবিতে আন্দোলনে পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে মুখ খুলেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক,কর্মচারী ও ছাত্র-জনতার অংশগ্রহণে অধ্যক্ষের পদত্যাগের আন্দোলনে এসব কথা বলেন রমেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম।

তিন দিনের আল্টিমেটাম দিয়ে রংপুর মেডিকেল কলেজের সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে ত্তপ্ত ক্যাম্পাস। এই দাবি আদায় মাঠে নেমেছে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ৪৭ তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক, রিয়াজ শরীফ লিমন জানান, ২৪ এর বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ আবু সাঈদের রিপোর্ট নিয়ে মেডিকেলে বসে ষড়যন্ত্র করেছিল ডা. মাহফুজ। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ ও কলেজ থেকে অপসারণ এর দাবি জানান। তিন দিনের আল্টিমেটাম দিয়ে কলেজের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন।

পরে ছাত্র ্ষকের আল্টিমেটামের ২ ঘণ্টা পরে নগরীর রায়ান্স টেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে জানান, একটি মহল তার এই অধ্যক্ষ পদে দায়িত্ব পাওয়া নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রতিষ্ঠানের বাহিরের কিছু লোককে সংযুক্ত করে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে আন্দোলন করছে বলে অভিযোগ করেন তিনি। একই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না চাইলে অধ্যক্ষ পদ থেকে সরে যাবেন বলেও জানান ডা. মাহফুজার রহমান।

ামী তিন দিনের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম ঘোষণা করা হয়। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা।

এসময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের পোস্টমর্টেমের রিপোর্টও বিকৃত করতে অপচেষ্টাও করেছেন ডা. মাহফুজার রহমান। একই সাথে ক্যাম্পাসের নানা বিষয়ে সুবিধাভোগ করাসহ নিষিদ্ধ ছাত্রলীগকে পৃষ্ঠপোষক করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। বিগত সময়ে কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে আওয়ামী সরকারের দোসর হিসেবে ডা. মাহফুজ কাজ করেছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন বেই।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয় ডা. মাহফুজার রহমানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

ঢাকাসহ ১৩ জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলার কিছু জায়গায় সোমবার (১৯ মে) বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়...

ভেঙে যাচ্ছে ট্রাম্প-নেতানিয়াহুর বন্ধন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়ছে। প্রথমদিকে ট্রাম্প ইসরায়েলকে...

বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে বিস্ফোরক...