ডেস্ক নিউজ : সাতকানিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছেন। এর মধ্যে একজন শালা আরেকজন বোনের জামাই (দুলাভাই) রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (২০ মার্চ) সকাল সোয়া ৭ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা হাঙ্গর রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল হক (৩০) ও মো. নোমান (২২)। তারা উভয় লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব চট্টলার বলেন, লোহাগাড়া থেকে সকালে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় কক্সবাজার গামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তারা শালা-দুলাভাই। এই ঘটনায় গাড়ি দুটি জব্দ করে পুলিশী হেফাজনে নেয়া হয়েছে। ঘটনার পর গাড়ির চালক-সহকারী পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।