পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া। করাচির একটি ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে জানা যায়, আদালতের নির্দেশে ফ্ল্যাটটি খালি করতে গেলে বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখনই ফ্ল্যাটের মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, মরদেহটি পচনধর্মী অবস্থায় ছিল এবং মৃত্যুর ঘটনা অন্তত ১৫-২০ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘ সাত বছর ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন হুমাইরা আসগর। বকেয়া ভাড়ার জন্য ফ্ল্যাট মালিক তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নিযুক্ত বেলিফ ফ্ল্যাট উচ্ছেদে গেলে বেরিয়ে আসে এই মর্মান্তিক চিত্র।
ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, মরদেহটি পচে গিয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানাতে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রতিবেশীদের মতে, হুমাইরা খুব বেশি মিশুক ছিলেন না এবং ভবনের অন্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল সীমিত। তার কোনো গাড়িও ছিল না বলে জানা গেছে।
উল্লেখ্য, ‘তামাশা ঘর’ রিয়েলিটি শো ও ‘জালাইবি’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান হুমাইরা আসগর। তার এমন রহস্যজনক মৃত্যুতে শোকাহত তার ভক্ত-অনুরাগীরা।