ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী উড়োজাহাজটি উড্ডয়নের ৩২ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনায় পাইলট, ক্রুসহ ২৬০ জন মারা যান।
দুর্ঘটনার তদন্ত করে দেশটির এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে যে সব তথ্য সংগ্রহ করা হয়, তা মূল্যায়ন এবং ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছে এএআইবি।
এএআইবি প্রতিবেদন জমা দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের কাছে। চলতি সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি জনসমক্ষে আসতে পারে বলে জানা যায়।
উড়োজাহাজে থাকা একজন যাত্রী বেঁচে যান। উড়োজাহাজটি যেখানে ভেঙে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে, সেখানেও অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা মিলিয়ে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী।