কক্সবাজারের উখিয়া উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেনকে (৪০) জবাই করে হত্যা করা হয়েছে। আজ সকালে পালংখালী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়রা খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ছবিতে দেখা যায়, কাদামাখা অবস্থায় তার মরদেহটি খাল থেকে তোলা হচ্ছে এবং পুলিশ ও উৎসুক জনতা সেখানে ভিড় করেছে।
খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, “ইউনুস গ্যাং এবং বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক সহিংসতা চালাচ্ছে।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি