উখিয়ায় যুবলীগ নেতাকে জবাই করে হত্যা, খালে মিলল মরদেহ

Date:

Share post:

কক্সাজারের উখিয়া উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেনকে (৪০) জবাই করে হত্যা করা হয়েছে। আজ সকালে পালংখালী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের তি এবং বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে স্থানীয়রা খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ছতে দেখা যায়, কাদামাখা অবস্থায় তার মরদেহটি খাল থেকে তোলা হচ্ছে এবং পুলিশ ও উৎসুক জনতা সেখানে ভিড় করেছে।

খবর পেয়ে উখিয়া থা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসল মর্গে পাঠায়। ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরি ও স্থানীয় ীগ নেতারা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, “ইউনুস গ্যাং এবং বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক সহিংসতা চালাচ্ছে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।”

এই ঘটনাকে ্দ্র করে এলাকায় থমথমে িতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। মঙ্গলবার...

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে...

পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও...

বিহারের পূর্ণিয়ায় ‘ডাইনি চর্চার’ অভিযোগে এক পরিবারের পাঁচজনকে হত্যা

ডাইনিবিদ‍্যার অনুশীলনের অভিযোগ তুলে ভারতের বিহারের পূর্ণিয়ার একটি গ্রামে একই পরিবারের পাঁচজন সদস্যকে হত্যা করা হয়েছে বলে পুলিশ...