বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস

Date:

Share post:

এক য় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ছিলেন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস। তবে তিনি এখন আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়

মঙ্গলবার (৮ জুলাই) মার্কিন াধ্যম ব্লুমবার্গ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিল গেটসের মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ গণনায় দেখা গেছে, বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তার মোট সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় ১২তম ানে আছেন বিল গেটস।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বিশ্বের ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় যারা আছেন তারা হলেন;

১. ইলন মাস্ক (মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ১০০ কোটি ডলার)

২. মার্ক জুকারবার্গ (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৪০০ কোটি ডলার)

৩. ল্যারি এলিসন (মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ৩০০ কোটি ডলার)

৪. জেফ বেজোস (মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৪০০ কোটি ডলার)

৫. স্টিভ বালমার (মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ২০০ কোটি ডলার)

৬. ল্যারি পেইজ (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ৩০০ কোটি ডলার)

৭. বেরনার্ড আর্নল্ট (মোট সম্পদের পরিমাণ ১৬ হাজার ১০০ কোটি ডলার)

৮. সের্গেই ব্রেইন (মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৪০০ কোটি ডলার)

৯. ওয়ারেন বাফেট (মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ৬০০ কোটি ডলার)

১০. জেনসেন হুয়াং (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি ডলার)

১১. মাইকেল ডেল (মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮০০ কোটি ডলার)

১২. বিল গেটস (মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার)

এই তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফট কর্পোরেশনে বিল গেটসের অধ্বঃস্তন হিসেবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন।

অর্থাৎ মোট সম্পদের হিসেবে একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের থেকে তো বটেই, এমনকি নিজের সাবেক অধঃস্তনের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির এই সহপ্রতিষ্ঠাতা।

এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা এবং দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, ান, প্রযুক্তি ও গবেষণা খাতে গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার দান করেছেন বিল গেটস। করোনা গবেষণা খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেছিলেন তিনি।

ব্লুমবার্গের তালিকায় ৫ম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্লুমবার্গকে জানিয়েছেন এসব তথ্য।

তাছাড়া ২০০০ সালে গেটসের ায়ের পর দের মধ্যে কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতেও আনে মাইক্রোসফট। ফলে এক যুগ আগে কোম্পানি থেকে নিলেও মাইক্রোসফটেপর চার শতংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছেন স্টিভ বালমার। এই সুযোগ বিল গেটস পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন দিল কমিটি

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। গত ১২ জুন আহমেদাবাদ...

কমল হাসান-রেখার গোপন সাক্ষাৎ, হোটেল রুমে ধরে ফেলেন স্ত্রী!

বলিউডের ‘এভারগ্রিন’ অভিনেত্রী রেখা এবং দক্ষিণের সুপারস্টার কমল হাসান এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে এক সময় তোলপাড়...

একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে

একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। এমন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ...

উখিয়ায় যুবলীগ নেতাকে জবাই করে হত্যা, খালে মিলল মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেনকে (৪০) জবাই...