ডেস্ক নিউজ: করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এছাড়া, অধিদপ্তরের আরও কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। দুই তিন দিন আগে তার করোনা শনাক্ত হয়। এখন তিনি বাসায় আইসোলেশেনে আছেন। তবে করোনায় আক্রান্ত অন্য কারও নাম তিনি জানাননি