নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫৯ জনের, নতুন শনাক্তদের মধ্যে ১৫১ জন নগরীর ও ৮ জন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ মার্চ)সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৭ হাজার ২৮ জনের মধ্যে ২৯ হাজার ২৫৮ জন নগরের ও ৭ হাজার ৭৭০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন, এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০২ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
‘বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১১৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের ও আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে ।‘
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৭ জনের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসে। জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১ জনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে।