ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস অ.দা.) মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপজেলার দক্ষিণ কোলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামের এক ব্যক্তির বাড়িতে এসআই আবু ছৈয়দ অর্থ লেনদেনে জড়িত।
অভিযোগ রয়েছে, পৌর এলাকার অনন্তপুরের বাসিন্দা পান্না আক্তারের সঙ্গে আবদুস সাত্তারের জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে গিয়ে তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ নেন।
ওই ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার টাকা হাতে দিলে এসআই তা নিজের তালুতে নিয়ে চেক করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয় নানা সমালোচনা।
অভিযোগ অস্বীকার করে এসআই আবু ছৈয়দ বলেন, সাত্তার আমাকে টাকা দেওয়ার চেষ্টা করলে আমি পকেটে থাকা টাকা বের করে তাকে দেখাই যে, আমার কাছে টাকা আছে, নতুন করে নেওয়ার দরকার নেই।তবে অভিযোগকারী আবদুস সাত্তার টাকার লেনদেনের বিষয়টি স্বীকার করলেও কত টাকা দিয়েছেন, তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই এসআই আবু ছৈয়দকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।