গাজায় গত রাতভর ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তার জন্য যাওয়ার সময় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) লাইভ প্রতিবেদনে টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।
হাসপাতাল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় আজ সকালেও ধারাবাহিক হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম গাজা শহরের মুস্তাফা হাফেজ স্কুলে বোমা হামলা চালিয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এই হামলায় ১৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
টিআরটি গ্লোবাল জানিয়েছে পৃথকভাবে ইসরায়েলি বাহিনী পশ্চিম গাজায় মানবিক সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করেছে।
দক্ষিণ গাজায়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে ইসরায়েলি হামলায় এক নারীসহ তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
উত্তর গাজার জাবালিয়ায় একটি কেয়ার সেন্টারের কাছে ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং তিনজন আহত হয়েছেন।