রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) পূর্বাঞ্চলীয় রাশিয়ান অঞ্চলটির গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এ তথ্য জানিয়েছেন।
মিখাইল গুডকভ ইউক্রেনে যুদ্ধরত একটি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন। বেসরকারি রাশিয়ান এবং ইউক্রেনীয় সামরিক টেলিগ্রাম চ্যানেলগুলো এর আগে জানিয়েছিল, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোতে একটি কমান্ড পোস্টে ইউক্রেনীয় হামলায় গুডকভ ১০ জন সেনার সঙ্গে নিহত হয়েছেন।
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ইউক্রেনের হাতে নিহত সবচেয়ে জ্যেষ্ঠ রাশিয়ান সামরিক কর্মকর্তাদের একজন।
গভর্নর ওলেগ কোঝেমিয়াকো এক বিবৃতিতে বলেছেন, দায়িত্ব পালনের সময় গুডকভকে অন্যদের সঙ্গে হত্যা করা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে সাহসিকতার জন্য গুডকভ পুরষ্কার পেয়েছিলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চ মাসে তাকে নৌবাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ নিযুক্ত করেন।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গুডকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন, যারা কুরস্কে যুদ্ধ করছিল। ২০২৪ সালের আগস্টে এক আকস্মিক আক্রমণে কুরস্কের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনী দখল করে নেয়। এরপর রাশিয়া চলতি বছরের শুরুতে বলেছে, তারা ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিয়েছে।