ডেস্ক নিউজ :চট্টগ্রামের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে সাতবার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)
জানাগেছে, চসিক নির্বাচনের আগে তাকে মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। গত ১৩ মার্চ মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে। এরপর হজরত মোল্লা মিছকিন শাহের (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে।