ভূমি সংরক্ষণ আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলায় আবাদি জমির মাটি কেটে পুকুর খননে মহােৎসব চলায় । বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন উপজেলার কাশিমালা গ্রামের মাঠসহ আশে পাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ধানি জমিতে পুকুর খনন করার দায়ে কাশিমালা গ্রামের পুকুর খননকারি আব্দুল হান্নানের ৫০ হাজার টাকা জরিমানা , অপর খননকারি হারুনুর রশিদের ৭ দিনের ও ভেকু চালক আব্দুল হাইয়ের ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৪ টি ভেকু মেশিন জব্দ করেন ।
ভ্রাম্যমাণ আদালত জানান , বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা , জোড়পুকুরিয়া , চাঁপাপুর , কুন্দগ্রাম , নসরতপুরের বরবরিয়া , চাটখইর , ছাতিয়ানগ্রাম , সান্তাহারসহ বেশ কয়েকটি গ্রামে সরকারি ভূমি সংরক্ষণ আইনকে উপেক্ষা করে একশ্রেনির জমির মালিক বেশি লাভের আশায় মাঠে ধানি বা ফসলি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর ভাবে মাটি কেটে অবাধে পুকুর খননের কাজ করে আসছিল ।
বৃহস্পতিবার দুপুরে গােপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন কাশিমালাসহ আশে পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উল্লেখিত ব্যক্তিদের জেল ওজরিমানা ও ভেকু জব্দ করেন।