ডেস্ক নিউজ: জোরারগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭। বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বারইয়ার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমাম হোসেন (২১)। তিনি সীতাকুণ্ড থানার বারুলিয়া মাজার আমির মিস্ত্রি বাড়ীর মো. ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইমাম হোসেনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।