সম্পর্ক নিয়ে যা বললেন শ্রাবন্তীর স্বামী রোশন

Date:

Share post:

ডেস্ক নিউজ:টালিউড িনেত্রী শ্রান্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েক মাসে সরগমর
এবার রোশন জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। একসঙ্গে থাকছেন না অনেকদিন ধরেই।

কলকাতার বাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিমানকর্মী বলেন, নাহ্। এখনতো আর যোগাযোগ নেই।

একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? ন প্রশ্নে রোশন বলেন, ‘আর পাঁচটা সংসারের মতোই আের সংসার ছিল। ও যে সুপারার, সেটা বাড়িতে কোনোদিন বুঝতে দেয়নি সে। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল সে। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। একটা মালবাহী ম্যাটাডর চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও মিশে গিয়েছিল ছেলেটা। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!’

এরপর রোশন বলেন, ‘সম্পর্কটা হ্যান্ডল করছি। করেই চলেছি। বললাম না, যা হয় ভালোর জন্যই হয়। পুজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না।’

সম্প্রতি সুশান্ত সিং পুতের একটি ছবি াগ্রামে পোস্ট করেন রোশন। তা নিয়েও শুরু হয় গুঞ্জন।

বাঙালি অভিনেত্রী রিয়ার কারণে বলি হলেন সুশান্ত, তবে কি হতাশায় রোশনও কিছু একটা করে বসবেন কি না – প্রশ্ন ওঠে নেটদুনিয়ায়।

এ প্রসঙ্গে রোশন বলেন , ‘আরে, আমার এক বন্ধু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ছবি পাঠিয়েছিল। বলেছিল, হাসিটা ঠিক আমার মতো। সেটাই আমি ইনস্টাগ্রামে পোস্ট করি। ব্যাস! ট্রোলডের শিকার হই। লোকে লিখতে শুরু করল, আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব! তারা মেরেই ফেলল আমাকে! এখন যা-ই পোস্ট করি, লোকে খারাপ বা ভুল কমেন্ট করতেই থাকে। আর শুধু তো আমার ওপর নয়। শ্রাবন্তীর প্রোফাইলেও যা খুশি লিখছে লোকে। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...