মেয়ে রোদেলাকে নিয়ে ন্যানসির নতুন যাত্রা।

Date:

Share post:

মাঝে খানিক দম নিয়ে পুরোদমে গা মন বসিয়েছেন ন্ানসি। এ যাত্রায় ে নিেন কন্যা রোদেলাকে। শুরু করলেন মা-মেয়ের সংগীতযাত্রা।
ন্যানসি এটাকে তার জীবনের নতুন বাঁক বলতে পছন্দ করেন। বলেন, ‘মাঝে বাবা (শ্বশুর) মারা গেলেন। মা অসুস্থ হলেন। ছেড়ে আমিও নেত্রকোনা-ময়মনসিংহে চলে যাই। আরও কিছু অনাহূত রিবারিক জটিলতা ফেস করতে হয়। সব মিলিয়ে মাঝে লম্বা একটা সময় গেছে, যেখানে আসলে গান ছিল না। সেসব পেরিয়ে আবার আমি গানে ফিরলাম। ঢাকায় নিয়মিত হলাম। এই সংগীতযাত্রায় এবার সঙ্গে পাচ্ছি বড় মেয়ে রোদেলাকে। এটাও মা হিসেবে অনেক আনন্দের বিষয়। আমি আসলে এখন অনেক অনেক ভালো আছি।’
সেই ভালো থাকার অন্যতম দুটি কারণ, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছোট্ট রোদেলা এরইমধ্যে দুটি গান রেকর্ড করে ফেলেছে। যার একটি হলো আজই (৮ সেপ্টেম্বর)। মীর মাসুমের সংগীতায়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ এই গানের শিরোনাম ‘আমরা সবাই রাজা’। ক’মাস আগে রোদেলা বেশ প্রশংসা কুড়ায় ‘প্রজাপতি প্রজাপতি’ শিরোনামের আরেকটি গান কণ্ঠে তুলে।
ন্যানসি বলেন, ‘আমাদের এখানে শিশুতোষ গানের খুবই অভাব। এটা আমি অনুভব করি মা হিসেবে। আমার বাচ্চাদের শোনানোর মতো গান পাচ্ছিলাম না। ঘুরেফিরে ইংরেজি রাইমস শোনাতে হয়। মূলত সেই অভাববোধ থেকেই প্রথম গানটি রোদেলাকে দিয়ে গাওয়াই। এরপর আজ (৮ সেপ্টেম্বর) রেকর্ড হলো আরেকটি গান। আমি চাই রোদেলার কণ্ঠে এই গাুলো অন্য মায়েদের জন্য ভরসা হয়ে দাঁড়াক।’
জানান, রোদেলার গাওয়া নতুন গানটি শিগগিরই প্রকাশ পাচ্ছে তার নামের ইউটিউব চ্যানেলে।
মেয়ের কণ্ঠ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘সব থেকে বড় বিষয় হলো ওর কণ্ঠ আমার মতো না। একরকম হলে, মা আর মেয়ের মধ্যে বৈচিত্র্য থাকতো না। এ বিষয়টি নিয়ে আমি অনেক হ্যাপি।’
মা-মেয়ে শুধু গান রেকর্ড নিয়েই সীমাবদ্ধ থাকছেন না। এবারই প্রথম মায়ের সঙ্গে স্টেজ শেয়ার করবে রোদেলা! তাও আবার দূর অস্ট্িয়ায়।
রেকর্ডিংয়ে ন্যানসি, মীর মাসুম ও রোদেলা
রেকর্ডিংয়ে ন্যানসি, মীর মাসুম ও রোদেলা
ন্যানসি জানান, অস্ট্রেলিয়ার তিনটি শহরে আয়োজিত কনসার্টে গাইবেন তারা। এরমধ্যে ৫ অক্টোবর সিডনি, ৬ অক্টোবর ব্রিসবেন এবং ১২ অক্টোবর মেলবোর্নের মঞ্চে উঠবেন মা-মেয়ে। তাদের সঙ্গে আরও থাকছেন উইনিং ব্যান্ডের চন্দন। এই আয়োজনে অংশ নিতে ১ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্ ঢাকা ছাড়ার কথা রয়েছে ন্যানসি ও রোদেলার।
ন্যানসি বলেন, ‘রোদেলা লাজুক স্বভাবের। তার ওপর বিদেশের শো। বড় আয়োজন। তাই ওর জন্য খানিক কঠিন হয়ে গেল। মূলত সেখানকার আয়োজকদের আগ্রহেই রোদেলার এই সফর। আর মা হিসেবে আমার উৎসাহ তো আছেই।’
ন্যানসি জানান, অস্ট্রেলিয়ায় তিনটি শো করার বিষয় চূড়ান্ত আছে। তবে এরসঙ্গে আরও দুটি শো যুক্ত হতে পারে। আর এগুলো শেষ করে মা-মেয়ে দেশে ফিরবেন অক্টোবরের শেষ সপ্তাহে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে...

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ...