
বিশ্বকাপ ফুটবল দেখতে নানা দেশ থেকে হাজার হাজার ফুটবল ভক্ত এসেছেন রাশিয়ায়।
এদের অনেকে রাশিয়া এসেছেন মোটরবাইক বা গাড়ি চালিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে। রাশিয়ার মধ্যেও এক শহর থেকে আরেক শহরে তারা যাচ্ছেন এভাবেই।
কয়েকজনের রাশিয়া যাত্রা প্রায় অবিশ্বাস্য। ব্রাজিল থেকে একজন এসেছেন গাড়ি চালিয়ে, ৯০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। একজন আইসল্যান্ড থেকে এসেছেন প্রায় ৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে।
রাশিয়া এক বিশাল দেশ। এতই বিশাল যে রাজধানী মস্কো থেকে পূর্ব প্রান্তের ভ্লাডিভস্টক পর্যন্ত ট্রেনে করে যেতে আপনার সময় লাগবে প্রায় সাত দিন।
সেই দেশে ছড়িয়ে থাকা এমন সব শহরে বিশ্বকাপের খেলা হচ্ছে যার কোনো কোনোটির মধ্যে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। এত দূরের শহরগুলোর মধ্যে যাতায়াতের দ্রুততম উপায় বিমান – কিন্তু তাতেও সময় লাগে ঘন্টার পর ঘন্টা।
যেমন, উত্তরের সেন্ট পিটার্সবার্গ থেকে দক্ষিণে কৃষ্ণসাগরতীরবর্তী সোচির দূরত্ব প্রায় দু’হাজার কিলোমিটার।
এত লম্বা পথ বিমানে যাওয়াও ক্লান্তিকর। কিন্তু কিছু ফুটবল-পাগল ঠিক করেছেন তারা সড়কপথেই রাশিয়া ভ্রমণ করবেন্।
তারা তাদের প্রিয় দলকে অনুসরণ করে দিনের পর দিন, এমনকি সপ্তাহ ধরে গাড়ি বা মোটরবাইক চালিয়ে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন, পাড়ি দিচ্ছেন হাজার হাজার কিলোমিটার।
এমনই কয়েকজন কথা বলেছেন বিবিসির সাথে।
Source from: http://www.bbc.com/bengali/news-44631301