
ফুটবল বিশ্বকাপ শুরু হবার মাত্র একদিন আগে স্পেন তাদের কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে।
মি: লোপেতেগি বিশ্বকাপের পর রেয়াল মাদ্রিদের কোচ হতে সম্মত হয়েছেন, এ’কথা জানাজানি হবার একদিন পরেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে বরখাস্ত করলো।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, তাদের না জানিয়ে রেয়াল মাদ্রিদে যোগ দেবার সিদ্ধান্ত নেয়ার কারণে তারা মিঃ লোপেতেগিকে বরখাস্ত করতে ‘বাধ্য’ হয়েছে।
মিঃ লোপেতেগি ২০১৬ সালের জুলাই মাসে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন। এই অল্প সময়ে তার তত্ত্বাবধানে স্পেন ২০টি ম্যাচে অপরাজিত ছিল – ১৪টিতে বিজয়ী আর ৬টিতে ড্র করেছে।
আরো পড়তে পারেন:
বিশ্বকাপে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যারা
বিশ্বকাপ ২০১৮: কীভাবে টিটে ব্রাজিলকে বদলেছেন
Source from: http://www.bbc.com/bengali/news-44469286