আনোয়ারার সরকারি দপ্তরসমূহে দুর্নীতি বন্ধ করতে হবে,দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড.নাসির উদ্দিন আহমেদ।

Date:

Share post:

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড.নাসির উদ্দিন আহমেদ বলেছেন,আনোয়ারার সরকারি দপ্তরসমূহে দুর্নীতি বন্ধ করতে হবে।

আগামীতে প্রতিটি দপ্তর নিয়ে আলাদা করে শুনানী অনুষ্ঠিত হবে।তার আগে অনিয়ম-দুর্নীতি পরিহার করে কর্মস্থলে হালাল রুজি অর্জন করুন।আগামী বছরের জুন মাসের মধ্যে আনোয়ারায় দুর্নীতি ও ইয়াবা নিয়ন্ত্রণে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।
সরকারি সংস্থাগুলোকে এক মাসের সময় দেওয়া হল। এ সময়ের মধ্যে স্ব স্ব দপ্তরের কর্তাব্যক্তিরা সরকারি সংস্থাগুলোর সেবার মান ও স্বচ্ছতা ফিরিয়ে আনবেন।দালালচক্রের তালিকা প্রস্তুত করে তাদেরকে প্রতিহত করুন। সেবা পেতে বিলম্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
তিনি বুধবার সকালে আনোয়ারায় দুদকের ৬৪তম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘দুর্নীতি হলে শেষ,নিজে বাঁচবো,বাঁচবে দেশ’ এই শ্লোগানে আনোয়ারায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে হয়রানি বা দুর্নীতি ঠেকাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সচেতন নাগরিক কমিটি-সনাক এ গণশুনানীর আয়োজন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এসময় আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধরের বিরুদ্ধে সালিশী টাকা নিয়ে অভিযোগ করতে উঠলে তাকে ধমক দিয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বসাতে চেষ্ঠা করেন,এসময় জেলা প্রশাসক জিল্লুর রহমান উপজেলা চেয়ারম্যানকে ধমক দিয়ে চুপচাপ থেকে অভিযোগকারির অভিযোগ প্রকাশের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর র্সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গৌতম বাড়ৈ,সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন,সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি এড.আখতার কবির চৌধুরী। আনোয়ারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.ওসমান গনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক আবু সাঈদ,উপ-পরিচালক ছৈয়দ আহমদ,সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী(চেয়ারম্যান),উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মোমিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আবদুল খালেক শওকী,বৈরাগের ইউনিয়নের চেয়ারম্যান মো.সোলায়মান,রায়পুরের ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম,বারশতের ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,বরুমচড়ার ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,পরৈকোড়ার ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব,ইন্টারন্যাশনাল মিডিয়ার পরিচালক মুনীর চৌধুরীসহ উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুদক কমিশনার ড.নাসির উদ্দিন আহমেদ অতিথিদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...