বিনোদন সময় ডেস্ক
জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং গায়িকা জেফার নাকি লুকিয়ে প্রেম করছেন বলে মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে। শুধু প্রেমই নয়, তাদের গোপন বিয়ের খবরও আলোচনায় রয়েছে। রাফসানের দাম্পত্য জীবনের ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেফারের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। সে সময় দাবি করা হয়, এই বিচ্ছেদের পেছনে নাকি জেফারের ভূমিকা রয়েছে।
সম্প্রতি, গত ১৫ নভেম্বর থাইল্যান্ডে একসঙ্গে দেখা গেছে রাফসান এবং জেফারকে। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপে তাদের একান্তে সময় কাটাতে দেখা যায়। তবে এ নিয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি বা বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেফার তার এবং রাফসানের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের নিয়ে চলমান গুঞ্জন সম্পর্কে তার কিছু বলার নেই এবং কোনো বিষয় পরিষ্কার করার প্রয়োজন বোধ করেন না।
কারণ ব্যাখ্যা করে গায়িকা বলেন, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। আমার বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা ভাবুক।
রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া প্রসঙ্গে জেফার বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবুও আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার ব্যক্তিজীবন নিয়ে তাদের অনেক আগ্রহ। তারা নানান কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে। আমি তাদেরকে সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নেন।
প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।
অন্যদিকে, তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।