নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির কার্যালয় থেকে দেশি অস্ত্রসহ এক কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তবে বিএনপি নেতাদের দাবি, কার্যালয়টি অনুমোদনবিহীন ব্যক্তিগত।
রোববার মধ্যরাতে উপজেলার বামিহাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার হাজী কুদ্দুস আকন্দ (৫৫) ওই এলাকার প্রয়াত খোকা আকন্দের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত উদ্যোগে কুদ্দুস আকন্দ বামিহালে বিএনপির নামে কার্যালয় খুলে এলাকায় চাঁদাবাজি, ভূমি ও পুকুর দখল করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, “কুদ্দুস আকন্দ আগে থেকেই সন্ত্রাসী। ওই এলাকায় কোনো দল নাই। ওরা বিগত দিনে আওয়ামী লীগ করেছে, তার আগে বিএনপি করেছে। আবার কয়েক বছর আগে আওয়ামী লীগ শুরু করে। ৫ অগাস্টের পর আবার বিএনপি করতেছে। তবে কাদের ছত্রছায়ায় আমার জানা নেই।
“কুদ্দুস আকন্দ বিএনপির কোনও পদে নাই। ঘটনা শোনার পর ওই কার্যালয় থেকে দলীয় নেতাদের ছবি নামানো হয়েছে। যেহেতু তিনি দলের কোনো পদ নাই, তাই তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিতে পারছি না।”
তবে দলের ইমেজ ক্ষুণ্ন করার দায়ে কুদ্দুস আকন্দের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপির এই নেতা।
কুদ্দুস আকন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রফিকুল ইসলাম।