মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫০০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।
রোববার রাত দেড়টার দিকে উপজেলার কালই গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের প্রয়াত জুলমত প্রামানিকের ছেলে বাতেন প্রামানিক (৫২), প্রয়াত তোতা সরদারের ছেলে সামছুল (৩৫) এবং ইজদিয়া গ্রামের নুরুদ্দীনের ছেলে মো. রাব্বি।
সোমবার দুপুরে মোশাররফ হোসেন বলেন, এসআই সুরেশ সরকারের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা ৫০০টি ইয়াবাসহ বাতেনকে আটক করে। পরে তার সহযোগী সামছুল ও রাব্বিকে আটক করা হয়।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।