বঙ্গোপসাগর ও আরব সাগরের পরবর্তী ৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১২ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় তিনটির নাম হলো (Shakti), মোন্থা (Montha) ও সেনিয়ার (Senyar)। তবে উচ্চারণে ভিন্নতা থাকতে পারে।
এর মধ্যে শক্তি নামটি শ্রীলঙ্কার দেওয়া, মোন্থা নামটি থাইল্যান্ডের দেওয়া ও সেনিয়ার নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।
উল্লেখ্য, বিশ্ব আবহাওয়া সংস্থা ২০০০ সালেই বঙ্গোপসাগর ও আরব সাগরের পার্শ্ববর্তী ১৩টি দেশের প্রস্তাবনায় পরবর্তী ১৬৯টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে রেখেছে। গাণিতিক বিভিন্ন মডেলের পূর্বাভাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে দেখালেই সেটি নিশ্চিত করে বলা যায় না। মডেলের পূর্বাভাস যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।
এজন্য, পর্যাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করা আবশ্যক। নাম নির্ধারিত থাকা মানেই ঘূর্ণিঝড় তৈরি হওয়া নয়।