সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রভাবশালী রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী জীবিত না মৃত? ওয়ান ইলেভেনের পর তিনি পলাতক। বিএনপির রাজনীতি ও ক্ষমতার দৌদন্ড প্রতাপশালী সিলেটের এই হারিছ চৌধুরীকে ঘিরে বির্তকের শেষ নেই। প্রশাসন নিয়ন্ত্রণ, হাওয়া ভবনের হয়ে কাজ করা, চাঁদাবাজি, বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডসহ অপতৎপরতায় লিপ্ত থাকার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিএনপি ওয়ান ইলেভেনের পর হারিছ চৌধুরীকে দলে তো জায়গা দেয়ই নি, তার নামটি পর্যন্ত নিতে নারাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সহকর্মী হিসাবে তার হাত ধরে ঠাঁই পাওয়া বিআইডব্লিউটিএ‘র কর্মকর্তা জিয়াউল হক মুন্না চাকরি থেকে বরখাস্ত হয়েছে, দুর্নীতির মামলাও চলছে। তিনিও জানেন না, তার বস হারিছ চৌধুরী কোথায়?
পরিবার ও আত্নীয় স্বজনরাও হদিস দিতে পারছেন না, হারিছ চৌধুরীর অস্তিত্ব। ওয়ান-ইলেভেনের পর বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম কখনো তাকে বলেছে আসামে পলাতক রয়েছে। কখনো বা বলেছে, ইরান অথবা লন্ডনে আছেন। কিন্তু অনেকেই মনে করেন পৃথিবীর যেখানেই থাকুন না কেন বেঁচে থাকলে তার খবর পাওয়া যেত। বঙ্গবন্ধুর খুনি বা একাত্তরের যুদ্ধাপরাধী পলাতক কে কোথায় সেটি জানা গেলেও হারিছ চৌধুরীর সন্ধান এক দশকেও মিলেনি।
অনেকে বলছেন, তিনি জীবিতই নেই। জীবিত থাকলে অবশ্যই সন্ধান পাওয়া যেত।
একসময়ের আলোচিত বিএনপি নেতা হারিছ চৌধুরী কোথায়
Date:
Share post: