এরশাদ কোন জোটে যাচ্ছে

Date:

Share post:

জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জোটের (ইউএনএ) বাইরে আর কোনো রাজনৈতিক জোট গঠনের ক্রিয়ায় জাতীয় পার্টি নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ । শনিবার এক বিবৃতিতে এরশাদ এ কথা বলেন।

তিনি বলেছেন, ইউএনএ’র বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টির সঙ্গে অন্য কোনো দলের জোট গঠন ্কে কিছু বিভ্রান্তিকর খবর িত হবার প্রেক্ষিতে আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, ‘আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা ২টি নিবন্ধিত
দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোটকে (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি। এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এই জোটকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
পরবর্তী নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন,জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগতভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনো তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।’

আগামী নির্বাচনে জাপার নেতৃত্বাধীন জোট ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এরশাদ।
বুধবার রাতে বিকল্পধারার চেয়ারম্যান প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরও এক বৈঠকে অংশ নেন। এতে অংশ নেয়া নেতারা একটি বিকল্প রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

ওই বৈঠকের পর থেকে আলোচনা হচ্ছে সরকারের শরিক জাতীয় পার্টি নতুন কোন রাজনৈতিক জোট করে নির্বাচনে অংশ নিচ্ছে কিনা। তবে নেতারা বি চৌধুরীর ক্তিগত আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন বলে বিকল্প ধারার পক্ষ থেকে জানানো হয়েছিল।

প্রসঙ্গত,জাতীয় পার্টি ে প্রধান বিরোধী দল। হুসেইন মুহম্মদ এরশাদ প্রন্ত্রীর বিষ দূত। অন্যদিকে মন্ত্রিসভায়ও রয়েছে জাতীয় পার্টির অংশগ্রহণ। তাই প্রশ্ন রয়েই যাচ্ছে এরশাদ আসলে কোন জোটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা

স্থানীয় প্রতিনিধি রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার...

ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলা এবং ভাঙচুর,নববর্ষের অনুষ্ঠান বাতিল

স্থানীয় প্রতিনিধি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলা এবং ভাঙচুরের ঘটনায় আগামীকালকের নববর্ষের অনুষ্ঠান...

অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

সময় ডেস্ক  মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার...

কে এই আশিক চৌধুরী

সময় ডেস্ক  পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন...