চট্টগ্রাম নগরীতে সাড়ে ১৭ লাখ টাকার রেভিনিউ স্ট্যাম্পসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আমিরুল ইসলাম ওরফে টিটু (৩৫) ও আব্দুল মোনাফ (৩৩)।
সোমবার (৩ জুন) ডবলমুরিং ও কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন। তিনি বলেন, নগরীর আগ্রাবাদ থেকে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে কোর্টহিলের আইনজীবী দোয়েল ভবনের একটি দোকান থেকে আব্দুল মোনাফকে ৭ লাখ ৬৮ হাজার ৮১৩ টাকার (৫১০টি) জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা ঢাকা থেকে কম মূল্যে এসব জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি কিনে বেশি দামে বিক্রির জন্য তাদের কাছে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে।