দীর্ঘ ৩১ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি আহাদ আলী।সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ট্রোক জনিত কারণে জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যু হয়েছে।
ওসি আহাদ আলী বলেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জল্লাদ শাহজাহান। চিকিৎসাধীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়েছে। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
দীর্ঘ ৩১ বছর কারাভোগ শেষে গত বছরের ১৮ জুন জল্লাদ শাহজাহান ভূঁইয়া কারাগার থেকে মুক্তি পান।
জানা যায়, ১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্ম নেওয়া শাহজাহান ভূঁইয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন।
নথি অনুসারে, ১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তার। এছাড়া, উভয় রায়ে তাকে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড হয়।
জেলের রেকর্ড অনুযায়ী শাহজাহান ভূঁইয়া মৃত্যুদণ্ড কার্যকর করেছে ২৬ জনের। তবে শাহজাহান দাবি, তিনি আরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।