নিউজ ডেস্ক
মহান বিজয়কে যারা নষ্ট করার চক্রান্তে লিপ্ত তাদের রুখে দেওয়ার শপথ নিয়েছে আওয়ামী যুবলীগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নেতাকর্মীদের নিয়ে এ শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
শেখ ফজলে শামস পরশ বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিরোধের মাধ্যমে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে সম্পূর্ণভাবে পরাজিত করবো, আজকে এটাই আমাদের শপথ।”
যুবলীগ সভাপতি বলেন, “২৫ মার্চ গণহত্যা দিবস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পালন হচ্ছে। ২৫ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে এই দাবি পূরণ হোক। জাতির দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সেই দাবি পূরণ হচ্ছে। এই বিচার শেষ পর্যন্ত চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বেই সকল যুদ্ধাপরাধীদের বিচার হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ ও উপদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।