নিউজ ডেস্ক
রাজারবাগ থেকেই ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট‘-এর নামে রাজারবাগ আক্রমণ করে। তখন পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রথম সশস্ত্র যুদ্ধ রাজারবাগ থেকেই শুরু হয়েছিল। তাই আমাদের কাছে এ জায়গাটি অত্যন্ত পবিত্র। ওই রাতেই এই রাজারবাগে ৭৮ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ দেশটি এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক রক্ত, অনেক আন্দোলন, অনেক ত্যাগের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে।
আসাদুজ্জামান খান আরও বলেন, “আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটিকে স্বাধীন করেছি, আমাদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করি।”
রাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে আছে। বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।