জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম “ স্নেহের আলিঙ্গন “কর্মসূচী অব্যাহত রেখেছে, তবে এবারের কর্মসূচীটি পালিত হয়েছে শিশুদের মাঝে জ্ঞান বিকাশের সহযোগিতার হাত বাড়িয়ে।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম, সমাজের অবহেলিত, নিরক্ষর, সুবিধা বঞ্চিত এবং এতিম শিশুদের ভবিষ্যত নিয়ে নিরলসভাবে যে সকল প্রতিষ্ঠান কিংবা সংগঠন কাজ করে যাচ্ছে তাদের সাথে সংযুক্ত হয়ে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য সাধনে সবসময় সচেষ্ট । চারুলতা বিদ্যাপীঠ, সেই সকল প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এবং তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল শিশুদের শিক্ষার প্রসার এবং তাদের ভালবাসা। শিশুদের সাথে সৌহার্দ্য ও ভালোবাসা, স্নেহ ও সহমর্মিতার বিনিময় যেন কোনো কিছুর কমতী ছিলনা এই বিতরণ কর্মসূচীতে। জেসিআই চট্রগ্রামের প্রেসিডন্ট শান সাহেদ শিশুদের উদ্দেশ্যে বলেন “শিশুরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম তাই তাদের শিক্ষার প্রসারের ক্ষেএে জেসিআই সর্বদা সচেষ্ট ।
তিনি আরো বলেন, শিশুদের ভবিষ্যত বিকাশের লক্ষ্যে যেকোনো সহযোগীতায় জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে”।
জুনিয়র চেম্বার চট্টগ্রাম ”স্নেহের আলিঙ্গন” কর্মসূচীর এই শিক্ষা উপকরন বিতরন কর্মসূচীতে বিশেষভাবে সহযোগীতা করে চট্টগ্রামের চারুলতা বিদ্যাপীঠ। দীর্ঘ দিন যাবত বিভিন্নভাবে চারুলতা বিদ্যাপীঠ সমাজের বিভিন্ন শ্রেণীর দরিদ্র, অবহেলিত, শিশুদের পাশে শিক্ষা প্রসারের হাত নিয়ে এগিয়ে আসছে। তাদের সৎ প্রচেষ্টা এবং সরল মনোভবের কারনে আজ অনেক অবহেলিত শিশুরা উপকৃত। আর সেই চারুলতা বিদ্যাপীঠ সদস্যবৃন্দের সহযোগীতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষা উপকরন সামগ্রী বিতরন করা হয়। এই অনন্য কর্মসূচীতে উপস্হিত ছিলেন, জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ, ভাইস প্রেসিডেন্ট আশরাফ বান্টি, ভাইস প্রেসিডেন্ট আয়াজ ইসলাম, সেক্রেটারি জেনারেল ইসমাঈল মুন্না, ডিরেক্টর নাহিদ মঈন, জেনারেল মেম্বার রাহি মাহমুদ, ফারিয়া আকবর, আলী শিপন, নুজাত আঞ্জুম সিলভা, সাদাফ রহমান। এছাড়া উপস্হিত ছিলেন চারুলতা বিদ্যাপীঠের সদস্যবৃন্দ।