আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল আঁখি আফরোজ। দেশ- বিদেশে রয়েছে তার ব্যাপক খ্যাতি। অনেক নামী-দামী ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশের ফ্যাশন জগতে তার নাম অনন্য। গতকাল রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাইফা অ্যাওয়ার্ড ২০২২ এ সেরা নারী মডেল হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার।
আঁখি আফরোজ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বলেন, পুরস্কার প্রাপ্তি কাজের দায়িত্ব বাড়িয়ে তোলে। ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠান আয়োজকদের সংশ্লিষ্ট সকলের প্রতি। উল্লেখ্য এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কাজের স্বীকৃতি স্বরূপ আরও শোবিজ অঙ্গনের তারকাদের পুরস্কার প্রদান করা হয়েছে৷
উল্লেখ্য আঁখি আফরোজ আগামী ১ তারিখে রাজধানীর যমুনা ফিউচার পার্কে আরও একটি পুরস্কারে ভূষিত হবেন এবং ঔদিন ফ্যাশন শোতেও অংশ নিবেন।