শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘অমানুষ’! ছবিটির প্রচারণায় বেশ দৌড়ঝাঁপ করছেন অমানুষ টিম। এরই মধ্যে সিলেটের বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তারা। পরিচালক জানালেন, প্রথম সপ্তাহে অমানুষ থেকে যতো টাকার টিকিট বিক্রি হবে সমস্ত টাকা যাবে বন্যার্তদের কাছে।নায়ক নিরব বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছি।যারা পাশে থাকতে চায় এখনই সময় এগিয়ে আসার। ‘নিরব আরও বলেন, সিলেট অঞ্চলের মানুষ সিনেমাপ্রেমী। আগের ছবিগুলোর মাধ্যমে দেখেছি তারা যে কোনো ছবি মুক্তি পেলে হলে এসে দেখেন। কিন্তু বন্যার মতো খারাপ সময়ে তারা অসহায়। তাদের পাশে দাঁড়াতে আমরা ‘অমানুষ’ টিম এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নিয়েছি।নিরব মনে করেন, দেশের সামর্থ্যবানদের উচিত সিলেট অঞ্চলের মানুষদের দুঃসময়ে এগিয়ে আসা। ছোট ছোট সহায়তার মাধ্যমে এমন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।