দেওয়াল ঘড়ির দোল খাওয়া পেন্ডুলামের মত জনতার প্রত্যাশা অবশেষে স্থির হল অবিশ্বাষ্য স্বপ্নপুরনে। চট্টগ্রাম জেলার ১৩ টি ইউনিয়নের ইউপি নির্বাচনে উল্লেখ করার মত অপ্রীতিকর কোন ঘটনা কোথাও ঘটেনি। প্রশাসনিক নিরপেক্ষতা ও দায়িত্ববোধ ছিল প্রশংসনীয়। নির্বাচনের আগে পরে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে হৃদ্যতাপুর্ন সম্পর্ক ছিল চোখে পড়ার মত। প্রথমবারের মত শতভাগ ইভিএম-এ অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে যে শংকা ও দোদল্যমানতা ছিল তাও মিথ্যা প্রমানিত হয়েছে শতকরা ৬০ ভাগ ভোট প্রদান করেছে ভোটাররা। নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী সকলের আন্তরিকতা ও দায়িত্ববোধ নতুন নির্বাচন কমিশনের চিন্তা ধারাকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাঁশখালীর ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ০৭ জন, বাকি ০৬ জন নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধীতা করে।
পুকুরিয়া ইউনিয়নে মো. আসহাব উদ্দিন (স্বতন্ত্র/আনারস) ৬০৩৫, নিকটতম প্রতিদ্বন্ধী মো. আক্তার হোছাইন (মোটর সাইকেল) ৪৮৮৮।
সাধনপুর ইউনিয়নে খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল (স্বতন্ত্র/অটোরিক্সা)- ৬১৬৫, নিকটতম প্রতিদ্বন্ধী মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা) ২৮১৪।
খানখানাবাদ ইউনিয়নে মো. জসিম উদ্দিন হায়দার (নৌকা)- ৪৪৩৪, নিকটতম প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম চৌধুরী (আনারস) ২৯৪১।
বাহারছড়া ইউনিয়নে অধ্যাপক তাজুল ইসলাম (নৌকা) ৭৪৯৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ লোকমান (আনারস) ৫০০৯।
কালীপুর ইউনিয়নে আ ন ম শাহাদত আলম (নৌকা) ৫৫৫৫ ভোট,নিকটতম প্রতিদ্বন্ধী, মো. নোমান (আনারস) ৫১৩৮।
কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন (নৌকা) ৫৪৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মো. জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা) ৩১১০ ভোট।
বৈলছড়ি ইউনিয়নে মো. কফিল উদ্দিন (নৌকা) ৪১৪১ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মো. ইব্রাহিম খলিল (অটোরিঙা) ২৯০৮ ভোট।
সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী (নৌকা) ১৪৬৩৬ ভোট, মো. লিয়াকত আলী তালুকদার (মোটর সাইকেল) ১৩০৪ ভোট।
শীলকুপ ইউনিয়নে কায়েছ সরোয়ার সুমন (নৌকা) ৪১১০ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মিজানুর রহমান সিকদার (মোটর সাইকেল) ২৯৪৪ ভোট।
গন্ডামারা ইউনিয়নে মো. লেয়াকত আলী (আনারস)৭১১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মো. শিহাব উল হক সিকদার (নৌকা) ৫৫৯৪ ভোট, মাওলানা আরিফ উল্লাহ (ঘোড়া) ৩০৮৭ ভোট।
শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী (স্বতন্ত্র/চশমা) ৩৭২৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ ইয়াছিন (নৌকা) ৩৫৬৭ ভোট।
পুঁইছড়ি ইউনিয়নে মো. তারেকুর রহমান (অটোরিক্সা) ৬২৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান) ৩৩৮০,
ছনুয়া ইউনিয়নে এম. হারুনুর রশিদ (মোটর সাইকেল) ৬২৪৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী রেজাউল হক চৌধুরী (চশমা) ৪৯৫৫ ভোট।