কাল বুধবার বাঁশখালীতে ইউপি নির্বাচনঃ উৎসাহের পরিবর্তে শংকা জনমনে

Date:

Share post:

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাত পোহালেই চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মধ্যে ১৩ ইউনিয়নে গামীকাল বুধবার গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মধ্যরাতেই বন্ধ হয়ে গেে প্র-প্রচারণা। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের সড়ক ও রাস্তায় চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। প্রথমবারের মতো বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে যথেস্ট উৎসাহ থাকলেও পাশাপাশি ভোটাররা শংকায় আছে বাঁশখালীর অধিকাংশ ভোটকেন্দ্রকে প্রশাসন ঝুঁকিপূর্ণ ঘোষনা করায়।
কাল বুধবার নতুন নির্বাচন কমিের প্রথম  স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যথেস্ট ্তরিক হলেও বাঁশখালীর বেশ কটি ইউনিয়নের প্রার্থীরা তাদের নিকটবর্তী কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর শংকায় ভূগছে সাধারন ভোটাররা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে বিধায় নির্বাচন কমিশন যে কোন মুল্যে এ নির্বাচনকে সুষ্ঠ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় জনমনেও আস্থা ফিরে পেয়েছে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশনের জন্য অনেকটা চ্যালেঞ্জের নির্বাচন বলে মনে করছে সুশীল সমাজ ও সাধারন ভোটাররা।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাম্ জাহাঙ্গীর হোসেন নির্বাচনের সকল প্রস্তুত শেষ জানিয়ে শান্তিপূর্ণ ও জাতীর প্রত্যাশিত একটা ফেয়ার নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সোমবার বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে একযোগে ‘মক ভোটিং’ প্রশিক্ষণ সম্পন্ন করেছে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছেছে এবং আজ মঙ্গার সন্ধ্যার আগেই পূর্ন নিরাপত্তায় ট্রাকে করে প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র‌্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বুধবার। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ ৮ জন।
উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪। নির্বাচনে সুচারুরুপে দায়িত্ব পালনের জন্য ১৬০ জন প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন। সহকারী প্রিসাইডিং অফিসার ৯৭০ জন, পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১,৯১৩ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, বাঁশখালীতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ইসি’র চ্যালেঞ্জ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ দরকার সব নেওয়া হয়েছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিতে রাখা হবে।
উল্্যঃ বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের মধ্যে নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে চাম্বল ইউপি’র নির্বাচন অনিদ্দৃষ্ঠকালের জন্য বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা

স্থানীয় প্রতিনিধি রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫১ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার...

ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলা এবং ভাঙচুর,নববর্ষের অনুষ্ঠান বাতিল

স্থানীয় প্রতিনিধি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলা এবং ভাঙচুরের ঘটনায় আগামীকালকের নববর্ষের অনুষ্ঠান...

অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

সময় ডেস্ক  মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার...

কে এই আশিক চৌধুরী

সময় ডেস্ক  পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন...