ডেস্ক নিউজ:চট্টগ্রামে ঐতিহ্যবাহী লালদীঘির মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হয় জব্বারের বলীখেলা। তবে করোনায় গত ২ বছর হয়নি। করোনা কমে গেলেও এবার হচ্ছে না খেলাটি।
বুধবার (১৩ এপ্রিল) ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি জানিয়েছে, এবারও মেলা ও জব্বারের বলীখেলা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জহর লাল হাজারী বলেন, মেলার সময় নির্ধারণ, পবিত্র রমজান মাস ও লালদিঘির মাঠের মধ্যে সমন্বয় না হওয়ায় এ বছরের বলীখেলা ও মেলা স্থগিত করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, ১১০ বছর ধরে জব্বারের বলীখেলা লালদিঘি মাঠেই হয়ে আসছে। শত শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক এই লালদিঘির মাঠ। তার স্মৃতি ধরে রাখতে সরকার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করেছে। মাঠটি এখন উদ্বোধনের অপেক্ষায়। যে কারণে এবারও বলীখেলা ও মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ এবং ২০২১ সালে মেলা ও বলীখেলা আয়োজন সম্ভব হয়নি। এসময় তিনি লালদিঘির মাঠটি দ্রুত উন্মুক্ত করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান