ডেস্ক নিউজ: শপথ নিয়েছেন চট্টগ্রামে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানররা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনোয়ারার নবনির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকসহ ইউপি চেয়ারম্যানরা।